Latest News

বিরিশিরিতে আপনি পাবেন শান্ত-স্বচ্ছ সোমেশ্বরীর সুনির্মল জল, আছে উজ্জ্বল বালুকাবেলা, সাদা কাশবন আর আছে গারো-হাজংদের বৈচিত্র্যময় জীবনধারা। আছে উপজাতীয় কালচারাল একাডেমী। সরকারী পৃষ্ঠপোষকতায় এটি পরিচালিত হয়। পাহাড়ীদের সাংস্কৃতিক পরিচয় পাওয়া যাবে একাডেমীর জাদুঘরে। নেত্রকোনার দর্শনীয় স্থানের নামসমূহঃ নেত্রকোনা উপজাতীয় কালচারাল একাডেমী, বিজয়পুর পাহাড়ে চিনামাটির নৈসর্গিক দৃশ্য, রানীখং মিশন, টংক শহীদ স্মৃতিসৌধ, রানীমাতা রাশমণি স্মৃতিসৌধ, কমলা রানী দীঘির ইতিহাস, নইদ্যা ঠাকুরের (নদের চাঁদ) লোক-কাহিনী, সাত শহীদের মাজার, হজরত শাহ সুলতান কমরউদ্দিন রুমির (রহ.) মাজার, রোয়াইলবাড়ি কেন্দুয়া ইত্যাদি।

কিভাবে যাবেনঃ বিরিশিরি যাবার জন্য মহাখালী বাস স্ট্যান্ড থেকে সরাসরি বাস পাবেন। ঢাকা থেকে নেত্রকোনার দূরত্ব প্রায় ১৭৫ কি.মি। বাসে করে বিরিশিরি পৌছাতে সাত ঘন্টার মতো সময় লাগবে। যদি বর্ষাকালে যান তাহলে রাস্তা খারাপ থাকার কারণে আপনাকে সুসং দূর্গাপুর নেমে যেতে হবে। সেখান থেকে ২/৩ মাইল পথ টেম্পুতে/ রিক্সায় করে বা পায়ে হেঁটে পৌছে যাবেন বিরিশিরি। যেহেতু রিকশাওয়ালারা সব টুরিস্ট স্পটগুলো চেনে, তাই রিক্সায় করে ঘুরে বেড়ানোটাই বুদ্ধিমানের কাজ হবে। আর একটা ব্যাপার, বাস থেকে নেমেই ওদিক থেকে ঢাকায় ফেরার বাসের শিডিউলটা জেনে নেবেন, প্রয়োজনে অগ্রিম টিকেট করে ফেলতে পারেন।

Photo Gallery:






















0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top